কবিতা - অরুণ চক্রবর্তী



বিচারের দায়


অভয়ারণ্যে চুপচাপ ঘাপটি মেরে আত্মগোপনে বসে আছে নিঃশ্বাস,
প্রবেশের বেড়াজাল টপকে গভীর রাতে নিয়েছে আশ্রয়- তখন গভীর রাত হাতছাড়া করেনি সুযোগ-
প্রতিদিন অগণিত হাত সারাদিন যেখানে পরস্পর বিনিময় করে সেখানে অভূতপূর্ব নীরবতা,
গত কয়েকদিন ঘূর্ণিঝড় নিরাপদেই হাত-পা ছড়িয়ে দাপিয়েছে অভয়ারণ্য আর আশপাশে
সেখানে সব কেমন আছে দেখতেই নিঃশ্বাসের এই আত্মগোপন ভাবাচ্ছে পরিবেশ,
বেয়াদবির বাড়াবাড়ি রাতের সাথে এগোলে গাছপালার ভূমিকা
অরণ্যের বাকি সবার সহবাসে দাঁড়িয়ে থাকলে ঘড়ির কাঁটায় ঘুম আসার সম্ভাবনা,
এখানেই চিন্তার প্রসববেদনা আছড়ে পড়তে পারে ভোর আসার আগেই
নবজাত চোখ-মুখ খুলে হাত-পা ছড়িয়ে অরণ্যের বাইরে বেরিয়ে নিঃশ্বাসের কোলে
কতটা খোলা হাওয়ায় ছুটবে জিজ্ঞাসা রেখে যাবে মানচিত্রে
অভয়ারণ্যে যদি ভয়ই থাকে নদী সমুদ্র পাহাড়ের কথা বাক্সবন্দী রাখাই অনুকূল-
বিশ্বাসের সব জটিলতায় নিঃশাস জড়ালে দায় কার
বিচারের দায় বর্তায় সমবেত বেদ- বেদান্তের মিলিত সুরধ্বনির --।




Comments