কবিতা - অমিত কুমার দে



গোলমাল 


ঘরের সংজ্ঞা লিখতে গিয়ে বাহির লিখে ফেলি 
বাহির লিখতে গিয়ে ঘর লিখি 
একটা তীব্র চাওয়া লিখতে গিয়ে 
অনায়াসে সন্ন্যাস লিখে ফেলি 
আর না চাইবার রাস্তা লেখার সময় 
কীভাবে যে চাইবার সড়ক তৈরি হয়ে যায় 
এমনই গোলমালের মধ্য দিয়ে ইদানিং 
                               আমার অক্ষরেরা হাঁটে

নদীর মানে লিখতে গিয়ে বৃষ্টি লিখে ফেলি 
বৃষ্টি লিখতে গিয়ে ছোট বড় পাথর লিখি 
একটা সুনশান প্রান্তর লিখতে গিয়ে 
গাছপালা ভর্তি গহন জঙ্গল লিখে ফেলি 
আর না ফিরবার চরম চিঠিটি লিখে ফেলেই 
কীভাবে যে আরো ঘন হয়ে আসি 
এমনই গোলযোগের মধ্য দিয়ে ইদানিং 
                       আমার বাক্যগুলো হাঁটে



Comments