কবিতা - অনিন্দিতা গুপ্ত রায়



অন্যজন্ম


এই পথ যতদূর যেতে চায় তাকে যেতে দাও।
আমিও তো যাব----এই কথাটুকু নিরুচ্চার থাক!
এই যাওয়া এদিনের বসন্ত বিকেলের অনুবাদ হোক
শিরোনাম, টীকা বা ভাষ্যহীন ছেঁড়াপাতা,  পাপড়ির রঙ--
পার হয়ে ছড়িয়ে ছিটিয়ে যত মুকুল ভেজানো চরাচর
মাটির বাদামী সব অকাল ফোঁটায় মাখামাখি
এতটা নরম যাকে শরীরে জড়িয়ে তুমি ঘ্রাণে ভাবো
জন্মান্তরের দিকে যাওয়া যেতে পারে---
আমি তার উৎসের কাছাকাছি স্পর্শ কুড়োই

বেলাটুকু পড়ে এল, শেষ হয় নির্ধারিত পথ
ছদ্মনামে যা লিখেছি তুমি তার একলা স্বজন



Comments

Post a Comment