কবিতা - অঞ্জনা দে ভৌমিক



তুমি নীরব কেন


আমরা কি চিরদিনের জন্য এভাবেই রয়ে যাব!
তোমার আমার জয়ধ্বনিতে পরিপূর্ণ হবে না কেন আকাশ বাতাস! 
তুমি নীরব কেন? 
কত ধনুকের ছিলায় আজও জাগে মৃত্যুবীণার সংগীত 
তুমি কি ভয় পাচ্ছো?
সাহসী হও,  সকল ঘরে জ্বালাও আলো
বলছি, এবার দুয়ার খোলো
ঢেউয়ের উত্তালে করো শেষ চুম্বন 
প্রেমিকের অন্তরে নাচাও উন্মত্ত আনন্দের বিচিত্র নূপুর
সৈনিকের মত পাহাড়ের তলদেশ থেকে  পদব্রজে ওঠো উপরে
দুচোখে ঝড়ুক অশ্রুর ঝরনা।

ঘুমন্ত পৃথিবীর বুকে  জাগন্ত মৃত্যুর হানা!
মৃতের মত বর্ণহীন চোখ কার্ণিশে,  পায়ের তলায় রাত
নিরন্নের চিৎকারে জেগে থাকে ধর্ম
আমরা কি এভাবেই রয়ে যাব!


Comments