কবিতা - শ্যামলেন্দ্র চক্রবর্তী



নির্বান্ধব নির্বাসন


শহরে চলে ফিরে বেড়াতে ইচ্ছে করে না রে
এত উকুন ছড়িয়ে আছে পথে
ছড়িয়ে আছে এত বিছুটি 
তার চেয়ে চলো বৌটি নদীর ধারে যাই
পাড়ের বালুকণা খুঁটে খাই 
খুঁটে নিই সুবর্ণরেখা আরো
চলো বনে চলো মনে চলো 
ধানী জমির আল ধরে ধরে যদি পারো 

পারো তুমিই তো পারো 
তুমিই তো সুউচ্চ পাহাড়ের থেকে ফুল তুলে আনতে পারো
কিছু সৌরভ ভালোবাসার আড়কে সারারাত ভেজানো ছিল এক গভীরতর অরণ্যে 
পারো তুমিই তো পারো 

ছাড়ো ছাড়ো সব ছাড়ো 
এত হ্রেষাধ্বনি এত কলরব 
তার চেয়ে নির্বাসন ভালো আরো
আরো দূরে নিরালায় যেখানে সরীসৃপ থাকে না 
থাকে না কোন দেবী বা তার হিংস্র বাহন 
যেখানে শুধু মাটি থাকে 
সকালে আকাশ জুড়ে রোদ 
দুপুরে গাছে গাছে হাত ছড়িয়ে দেয় স্নেহ তারও
আর রাত জড়িয়ে জোছনা হেসে গড়িয়ে পড়ে গাঢ় 
চলো চলো নির্বান্ধব পাহাড়ে উঠে যাই আরো 
আরো আরো আরো


Comments