কবিতা - ভগীরথ দাস



ঘুম কুম্ভ 


ঘুম পায়!
রূপকথা হয়ে ওঠে মহাভারতের কথা
পুঁথি চুরি হলে কাহিনিও বদলায়।

ঘুম পায়!
বিবাদে বিষাদে এত ঘরানার প্রবণতা বিশ্বকে আলাদা করে চিনে নেয়া যায়।

আধা গদ্য আধা পদ্য কারিগর ফেরি করে
কথার ব্যস্ততা
ঘুম কাটে।


Comments