কবিতা - সন্তোষ সিংহ


সনেট: মৃত্যুর শাসন

            
মৃত্যুর সহস্র যোনি উন্মত্ত কামে 
কোটি কোটি মৃত্যু প্রজননে ক্লান্তিহীন
ইথারে ইথারে তারা, যেন রাত্রিদিন 
গড়ে তোলে বসবাস ধুলো-পাতা গ্রামে!
কোথায় প্রাণের বীজ চির ভদ্রাসন
শুধু দেখি মৃত্যুপুরী শেষ ভষ্মগুলি-
পথে পথে মোড়ে মোড়ে হাড়গোড় খুলি
হানাদার হয়ে আছে মৃত্যুর শাসন!


ওই দ্যাখো জেগে বন, নদী ও সাগর
তির্যক তাকায় আজ মানুষের প্রতি
বিদ্রুপে কাঁপায় বিশ্ব, উজ্জ্বল উদ্ধৃতি
মুছে ফেলে সভ্যতার উৎস ও আকর
নবজন্মে ধ্যানলগ্ন, স্রষ্টার বিক্ষোভে 
মৃত্যুর অধিক এক মহাগ্রহ ছোঁবে।


Comments