কবিতা- মৃণাল চক্রবর্তী


পরবাস


পরিচয় ভুলে গেলে দোষ কোথায়
মুখ থেকে কথা যদি মুছে যায়
তা হলেই বা কার কি !! 

যে দেশে একমুঠো ভাতের জন্য 
ভিটেমাটি ছেড়ে যেতে হয় দূরে

                      আর তারপর

বিপদ মাথায়  নিয়ে
দিনশেষে পথের খোয়া-ধুলো হয়
                         রাতের  বিছানা
চোখ ডুবিয়ে নামে নির্বিঘ্নের ঘুম
তখন স্বপ্নে ভাসে একটা মলিন ছবি

হঠাৎ দমকা ঝড়ে ছবিটা 
মাথা ঠুকছে ঝুলে থাকা দেওয়ালে 
চিৎকার  করে ডাকছে 
ছবির এক ফালি ঘর 
                 আর চিলতে উঠোনখানা......


Comments