কবিতা - উত্তম চৌধুরী



করুণ ভাষ্য 


বিসদৃশ তেমন একটি শব্দ আমি
যেই ছুঁড়েছি জিবের থেকে হাওয়ার পালে--
নদীর জলে ভেসে উঠছে পানকৌড়িরা,
বিস্তৃত সব মাঠের চোখে একে একে
উড়ে আসছে ছাতার পাখি। বিরলতম
অভিজ্ঞতার দেরাজ খুলে নেমে আসে
অবাক খাতা, নীরব কলম। আমার কেবল
ঘাড় উঁচিয়ে চোখ বাড়িয়ে দেখার চোখের
সংখ্যা গোনা। হাজার হাজার অশ্রুকণার
উৎসগুলি কেমন বোবা পাথর বুকে।
নুনের মুখে মুখ রেখেছে অতীত স্মৃতি,
লোকগীতি মেঘ ভেঙেছে হরিণডাঙার।
আবার নেমে আসছে জলায় করুণ ভাষ্য
অনুভূতির বুকের থেকে চোখের থেকে।


               

Comments