কবিতা - অমর চক্রবর্তী




জলের তপস্যা 


জল থেকে দূরে যেতে চাইবে কে?

জলে আর ফুলেই তো আছি
গর্ভবতীর জলে ভাসে আদি প্রাণ
তাকে ছুঁয়ে আছি, ওষ্ঠে নিরবধি।

ভাগ্য গণনাকারী বলেছিলেন তোমার জলেই মৃত্যু ভাই
আহা সেই থেকে আনন্দের সীমা নাই-
আমি তো নদী পুকুর, সমুদ্র ছুঁয়ে, স্নানের ঘরে
ছিটকিনি মেরে- জলের কুচি শরীরে
ডাকি- সুধা, সুধা-

আমি স্বখাত সলিলে ডুবে মরতে চাই শ্যামা 
ভরা নদী আমাকে ডুবিয়ে দিক
আমি ক্রুদ্ধ হবো না

মেঘ বৃষ্টি আমার জলের তপস্যা 
তাকে বালতিতে ভরি, সংসার করি, প্রাণে ধরি....



Comments