কবিতা - বেণু সরকার


বিত্তবাসনাহীন 


অতি প্রাচীন বয়স্ক বৃক্ষের শরীরে অতিকায় কালো কাঠপিঁপড়ে হয়ে মগডাল থেকে সর্বত্র বিচরণ করছি। চির অন্ধকারের কালিমা সেখানে জমেছে সম্রাট অশোকের অস্ত্র ধুয়ে ফেলার সময় থেকে। অর্কিড পরগাছা পাখিদের আস্তানা এই গেরামে, বৃদ্ধ সাপের দল এ ডাল ও ডাল ঘোরে, অন্ধকারের গভীর সমুদ্রে লুকোনো শকুন কোথা যায় কোথা থেকে আসে! রোদের ঝিলিক এখানে নেই, বিষয়-বাসনা নেই, মাকড়সার জাল থেকে প্রতিনিয়ত বাঁচি। কোটর থেকে ডালে ডালে পাখিপাড়ার সংগীতে সহযোগী ঝিঁঝিপোকাদের সন্তুর বাদন। পাশাপাশি আরও কতো কাঠপিঁপড়ের বসতি, একই রকম আরও কিছু অতি প্রাচীন শিশু মেহগনি, ভয়ঙ্কর মানুষের কুড়ুল করাত আসেনি এখানে, শুধু অন্ধকারের গভীরতা, চন্দ্রকলার রঙ জানি না, বিষম বসন্ত শীতের কামড় আর গ্রীষ্মের প্রখরতা নেই।


Comments