কবিতা - নীতিশ দত্ত



[স্বর্গীয় কবি নীতিশ দত্ত।  অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ২৬শে আগস্ট ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।  কবি নীতিশ দত্ত সে রকমই একজন কবি যিনি সবাইকে নিয়ে যেতে পারেন সরল-সবুজ বিতানে।  যেখানে থাকে শুধুই অনাবিল প্রশান্তি।  ব্যক্তিজীবনেও তিনি চির সবুজ ছিলেন।  সরল হাসির আবেদনে সব সময় তিনি আপনজন হয়ে উঠতেন। তিনি যাযাবর জীবন যাপন করে বনবিভাগের চাকুরী থেকে অবসর নিয়ে কোচবিহার জেলায় স্থায়ীভাবে বসবাস করেন। কোচবিহারেই ২৮শে জুলাই ২০১৩ সালে কবি ইহলোকের মায়া ত্যাগ করেন।

স্বর্গীয় কবির এই অপ্রকাশিত কবিতাটি প্রকাশ করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই সুযোগ্য কবিপুত্র শ্রী ভাস্কর জ্যোতি দত্ত মহাশয় কে।]



আমি জানতাম 


তোমরাও একদিন অরণ্যে চলে আসবে
আমি জানতাম
আমি জানতাম 
চৈতালী রাতের চাঁদ যখন ছুঁয়ে থাকবে দর্শনের মেঘ 
কন্টিগরীর ঝোপে পাকবে বিষফল
তোমরাও অরণ্যে চলে আসবে
ঋণগ্রস্ত ভারতবর্ষের খবর 
যখন তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে 
মুমূর্ষু প্রিয়তমার আরোগ্যের জন্য 
জরিবুটি খুঁজতে হবে দিশেহারা হয়ে
তোমরাও একদিন অরণ্যে চলে আসবে 
আমি জানতাম।



Comments