কবিতা - মণিদীপা নন্দী বিশ্বাস



ম্রিয়মান সময়


আঙুল তুলে দেখানোর আগেই মৃত‍্যু ডাকি। গভীর
জানলায় অসংখ‍্য ভাইরাস পর্দার ওপারে
বাইরে পা রাখলেই গোপন জিহ্বা থেকে
বেরোবে আগুন। সন্ততির আঙুলের ধারে সে
আগুন ও মুষড়ে যাবে জানি। ক্রমশ ন‍্যাতানো
লিকলিকে ম্রিয়মান সাপের মত বিষহীন পড়ে
থাকব বিরাট বিশ্বে। উপরে উন্মুক্ত আকাশ
নীচে অগণ‍্য সবুজ। সে ঘাস জমিতেই মৃত‍্যুর
আগে এবং পরে কিঞ্চিৎ সুবাতাস খেলে
যাবে। ঝাঁটপাট, অসংখ‍্য সাবান জল, স‍্যানিটাইজেশন
গন্ধে ম ম করবে। সব ছাপিয়ে
ধোঁয়ায় ভরবে আমার শেফালিতলা। সেখানে
ধূপ ধুনোর গন্ধে আমার ছবিটাকে কি সরেস
সাজিয়ে রাখবে ওরা।  শরীরটা তখন ঐরকম ই
ধোঁয়া, শুধু ভাইরাসগুলো বহুদূর থেকে
তাকিয়ে রঙ্গমঞ্চের দর্শক এখন। নির্জীব ম্রিয়মান



Comments