কবিতা - সমীর চট্টোপাধ্যায়




স্বভাব


কেউ ভিক্ষা চায় কেউ চায় না
তবুও ভিক্ষা দেবার ও নেবার লোকের অভাব নেই
কারও লোভ বড় তীব্র, কেউ অনায়াসে
সব কিছু দিয়ে যেতে পারে,
কেউ কেউ অন্যের অহংকার কেড়ে নিতে চায়।

আসলে আমরা কাঙাল
কেউ কিছু দিতে চাই, কেউ কিছু  নিতে চাই। 

কবির স্বভাব একটু অন্যরকম,
মানুষকে ভালবাসা দিয়ে যেতে পারলে 
তার আর কিছু প্রত্যাশা থাকে না।


Comments

  1. সমীর কাকু, বহু বছর পর তোমার কবিতা পড়লাম। খুব ভাল লাগলো।

    ReplyDelete

Post a Comment