কবিতা - সম্পা পাল


 অফবিট খবর


সেরা অফবিট খবর কোনটা ?

যা আপনার ভাবনাকে এগিয়ে রাখে!

নাকি সারাদিন প্রখর রোদ , দিনের শেষে স্বস্থি!


অঙ্ক ক্লাসে শিখে আসা অঙ্কের হিসেব অনুযায়ী জীবনের অঙ্ক মেলানো কঠিন কাজ !

তবে আস্থা হারাবেন না!

 এগিয়ে যেতে হবে বিন্দু থেকে বৃত্তের দিকে ...


যাইহোক দিনের কোলাহল শেষ হলে

যারা জ্যোৎস্নার আলোয় আজও মার্ক্সবাদ পড়ে

তাদের জন্য একটা ধারাবাহিক হাততালি দিন...



Comments