সাধারণ বিষয়
ভাবনা লিখতে গিয়ে আজকাল চিৎকার লুকিয়ে ফেলি।চিৎকার লুকোতে গিয়ে হারিয়ে ফেলি নিজেকে।
এর নাম কি স্তব্ধতা ?
স্তব্ধতা আর নীরবতার মধ্যে কৌণিক দূরত্ব কত ?
রাত গভীর হলে হয়তো এসব ভাবা যায়!
কিন্তু পৃথিবীতে সঠিক রাত কখন নামে ?
মানুষবাবু শূন্য শহরে এ সব হাহাকার খুব সাধারণ বিষয়!
বাহ্! সুন্দর প্রকাশ 🙏
ReplyDeleteঅপূর্ব সুন্দর প্রকাশ
ReplyDeleteভাল লাগল ❤️
ReplyDelete