কবিতা - বাবলি সূত্রধর সাহা



জারুল ছায়ার বৃত্তে


বনজ্যোৎস্নার ভ্রমন শেষে 

এসে পড়লাম জারুল ছায়ার বৃত্তে।

যেখানে একদিন সুখী হেমব্রম নামে 

একটি বনজ সুবাস ছিল! আর ছিল 

পোরোর জঙ্গলের রাত্রিবাস। 

সেই দিনের আলো আঁধারীর ধোঁয়াতে 

আস্ত নদীটাও বেজে উঠেছিল;

পৃথিবীর সমস্ত শব্দ নিভে গিয়ে 

জ্বলে উঠেছিল আগুন

লাল মেঘে প্লাবিত হয়েছিল 

বনবস্তী। ঝলসে গিয়েছিল 

চাপড়ামারী,টোটোপাড়া আর মেহগনী রাত। 

উদভ্রান্ত আর্তনাদের সংলাপে 

সুখী তখন মন্ত্রপুত মমীর মতো

যার নিঃস্ব যাপনে ছিল 

গীর্জার ঘণ্টাধ্বনী... 

আরণ্যক জীবনে শুধুই শারহুল মেলা

এবং করম পরবের মাদল গান। 

একরাশ অভিমানে হারিয়ে যায় 

শত শত সুখী হেমব্রম। 

এক আকাশ বনজ্যোৎস্নায় লেখা থাকে 

নীল পৃথিবীর দৈন্যতা।


Comments