আমরা ও ওরা
আমাদের,
পাউরুটি এগিয়ে বসেছে।
ভাত রুটি চিরকেলে, যৌবন রাখা নির্মেদ।
ভাত হৃষ্টপুষ্ট, অধুনা গায়ে ত্বক রেখে তাজা।
সব হিসেব মেপে মুখে ফর্দ দিলে,
বেচারা উদর জমি পায় কখনো ছটাক!
ওদের,
খিদের পুকুর নুন লঙ্কায় ভরে গেলে,
কব্জি ডোবানো কাঁসি ভরা পান্তায়,
রাক্ষুসে জিভ শর্ত চিবিয়ে খায়,
আমাদের গল্পে ওরা হেসেছে প্রচুর!
খরচ করেই যারা আধপেটা থাকি!
![]() |
চিত্র - শ্রীহরি |
অতি স্পর্শকাতর
ReplyDelete