হঠাৎ যদি
হঠাৎ যদি ঝড় আসে এক ধেয়ে
দুয়ার পরে থাকিস না তুই মেয়ে,
গোপন চিঠির প্রেমের আখরগুলো
উড়িয়ে যদি আনে কোনো ধূলো,
কেমন করে বাঁধবি মনের পা
ও মেয়ে তুই অন্তঃপুরে যা।
যতই বলো সাবধানতার কথা
বুক জুড়ে যে অচেনা এক ব্যথা,
কেমন যেন ডাক দিয়ে যায় শুনি
মিলন আশায় লক্ষ প্রহর গুনি,
বাঁধতে কে চায় আজকে মনের পা
বাউল আমায় ভাসিয়ে নিয়ে যা
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment