উদমা
গটা যতবা আঁধার নামে
ততবা তোর সকাল হয়,
চাঁদের আলহো সাক্ষী আছে
মোহরু জানা বছর ছয়।
এমন রাতি সূর্য উঠে
স্বপন দেখে বেদম খরা,
তহরু কথায় চালচে নাকি!
বিরামহীন বসুন্ধরা!
নিঃস্ব গটায় বাট ভিখারি
হরির নাম এমন গায়!
কন্ঠ শুনি বর্ষা আসে
মেঘ উঠিথায় বারন্দায়।
ওউ গানগা তুই শুনিনি
বাগ মানিনী শব্দ গোড়!
লম্বা হিলের কডরা চালে
মাতেই দিচু রান্টুয়া মোড়।
সবু লোককে মাপি দেখলু
থরে মাপনা নিজের ছাই,
জানি পাইতু কেনে কহেন
উঠলা বাই ত কটক যাই।
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment