পুঁজিবাদ
পুঁজি শব্দের একটি প্রকৃত অর্থ গলায়
আটকে আছে আমার
সেটা হল ঘর্মাক্ত মানুষ।
যাঁরা মৃত্যুর সময় পর্যন্ত ঘামতে থাকে।
ফলে আয় বাড়ে তৃষ্ণার্ত শিল্পপতির।
যিনি খুশি হয়ে শাসকের আঙ্গুলে বন্ধক
রাখেন বিশাল দেশ।
যে দেশের মানুষেরা টুকরো টুকরো হন
বহুমাত্রিক দাঁড়িপাল্লায় !
ঠিক সেই অবকাশে
অনেক সাংবাদিক নিজে বিক্রি হওয়ার জন্য
মৃত হয়ে বের হন পুঁজির বাজারে।
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment