কবিতা - বনশ্রী রায় দাস


চেয়ে আছে মৃগশিখাবন 


মনে নেই শ্যাওলা পড়া কুঁয়োতলা
দিনে রাতে উড়ে যায় ছাতিমগন্ধী হাওয়া ? 
কি মনে হয় আপনার চরিত্র বদলে গেলে 
বদলে যায় রত্নগর্ভা ঋতুসাজ? 
কৌশলী কটাক্ষ লেগেছে ঠোঁটের কোয়ায় !


কথা , শুধু কথার কথা ভঙ্গুর প্রশাখার কাছে 
চেয়ে আছে দেখ মৃগশিখাবন 
তারায় তারায় জ্বলন্ত অভিমান,
খসে পড়ে প্রাচীন শিকড় ;
মাটির রস-ধারা শুষে নিয়ে
মৌনতা লিখে যায় মুছে যাওয়া ছবিঘরে ।


হে তথাগত আপনি ধ্যানমগ্ন হলে 
শৈশবের চাঁদ জল হয়ে গলে কোজাগরী কালে।

Comments