কবিতা - অঞ্জনা দে ভৌমিক


ঢেউয়ের পরে ঢেউ 


প্রতিটি সকাল এখন বিকেলের গল্প শোনায়
আগে এমন ছিল না
যেদিন, নিস্পৃহ চোখে বিকেল এসে বলে গেল-
                          ওই দ্যাখো রাতের ধ্রুব তাঁরা......
আমূল বদলে যেতে লাগলো দিনের পরিক্রমা। 

এ যেন ছায়ামূর্তি, দু'হাতে খন্ড খন্ড স্মৃতি 
             
যেন  নিজস্ব অহংকারে আমার সেতার বাজে
এপার থেকে ওপার, ঢেউ খেলে অনন্ত সঙ্গীত
দ্যাখো, কত সহজে এখন আমি দিতে পারি-
                                            গোধূলির ছোঁওয়া !

জোয়ারের জলে দোল খেলে হাসি
যেতে হবে, দেখা হবে
অনেক বছর পর ভালোবাসা পাওয়া যাবে। 
অন্ধকার থেকে জেগে ওঠে আরেক প্রভাত,
তার শয্যাখানি গোছাতে হবে।
ঘুমের গন্ধে মিশে থাকা ওম রয়ে যাবে অকথিত স্বরে।
রোদ বৃষ্টির এই সফর চলবে 
একটু একটু করে লিখে যাবে মহাশূন্যের ঠিকানা,
আহা, প্রিয়তমার ঠোঁটের মতো লাগবে তার লেখার আঁচড়।

কে বা জানে,  স্মৃতির এই ঢেউ, নীলের স্রোতে কতই না ইন্দ্রধনু আঁকে।

Comments